উত্তরদিনাজপুর

উত্তর দিনাজপুরের রামগঞ্জ ব্লক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসায় গাফিলতির অভিযোগ

চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠলো উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের রামগঞ্জ ব্লক স্বাস্থ কেন্দ্রে। এই ঘটনাকে ঘিরে প্রায় এক ঘন্টা ধরে বিক্ষোভ দেখান রোগীর পরিজনেরা। 

সোমবার সকালে দিলখুস বানু (২৪) নামে এক যুবতী ডাইরিয়ায় আক্রান্ত হয়ে রামগঞ্জ ব্লক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে একটি স্যালাইন দেন। কিন্তু স্যালাইন শেষ হওয়ার পরেও সিরিঞ্জ খোলা হয়নি। ফলে পাইপে রক্ত ঢুকে পরে। সেই সময় নার্সদের ডেকেও সাড়া পাননি রোগীর পরিজনেরা। সাড়া না পাওয়াতে একজন অ্যাম্বুলেন্স চালক ওই সিরিঞ্জ খুলে ফেলে বলে জানা যায়। আর এই ঘটনাটি ঘিরে রীতি মতো ক্ষোভের সৃষ্টি হয় স্বাস্থ্য কেন্দ্রে। 

এই ঘটনায় রোগীর বাবা মহঃ হাজী জানিয়েছেন যে, এদিন সকালে মেয়েকে ব্লক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করি। চিকিৎসক একটি স্যালাইন দেওয়ার পর চলে যায়। তারপর স্যালাইন শেষ হয়ে গেলে নার্সদের অনেক খোঁজাখুঁজির পরেও পাওয়া যায়নি। প্রায় ৪০ মিনিট পর এক নার্স আসলে তাকে বলা হলে সে পালিয়ে যায়। তারপর দুলাল নামে এক অ্যাম্বুলেন্স চালক এসে স্যালাইনের সিরিঞ্জ খুলে দেয়। এই নিয়ে স্বাস্থ্য কেন্দ্রে থাকা নার্সকে জানাতে গেলে তার সাথে খারাপ ব্যবহার করে বলে তিনি দাবী করেন।